শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

কাতারে আবদুল আাজিজ সুপার মার্কেটের যাত্রা শুরু

আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি:

দেশীয় পণ্য বাজারজাতকরণের মাধ্যমে প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও দেশীয় বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারের রাজধানী দোহা’র পুরাতন আল ঘানিম এলাকায় প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ হাদিসুর রহমানের বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘আব্দুল আজিজ সুপার মার্কেট’ ।

মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তা ও অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কাতারি স্পনসর আব্দুল আজিজ আহমেদ আল ওবায়েদালি। প্রতিষ্ঠানের শুভ কামনায় দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি মুহাম্মাদ নুরুল ইসলাম ।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম.আমিনুল হক , শরীফ মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ , আব্দুল হালিম, শাহজালাল অভি, বকুল মিয়া সহ আরো অনেকে ।

বিপুল সংখ্যকত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের স্পনসর আশা করেন, এই সুপার মার্কেট এর মাধ্যমে প্রবাসীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কাতারে আরো বাংলাদেশি পণ্য বিপননের নতুন বাজার সম্প্রসারণ হবে ।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট