বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন  শাহিন আফ্রিদি

দৈনিক দিনের সময় স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান দল। সেখানে খেলার কথা ছিল তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিরও। তবে শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। যা নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা থাকলেও সে সব গায়ে না মেখে আসন্ন বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার।

কয়েক দিন আগেই শাহিন আফ্রিদিকে নিজেদের দলে যুক্ত করার ঘোষণা দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসরের শুরুর দিকে এই পাকিস্তানি তারকাকে পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই দলে সঙ্গে এসে যোগ দিয়েছেন তিনি।

গতকাল রাতে বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন এই তারকা। এরপর বিশ্রাম নিয়ে আজ শনিবার অনুশীলনও করেছেন তিনি। সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাকে।

তবে বিপিএলের পুরো আসর খেলতে পারবেন না আফ্রিদি। জানুয়ারির মাঝের দিকে বিপিএল ছাড়তে পারেন এই তারকা পেসার। জাতীয় দলের খেলা থাকায় পুরো আসরে খেলা হচ্ছে না তার। আফ্রিদিকে নিয়ে দলটির মালিক মিজানুর রহমান আগেই জানিয়েছেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন আফ্রিদি। অর্থাৎ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই তারকাকে।

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩০ ডিসেম্বর দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

বরিশাল স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি।

ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট