শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
মো: উজ্জল হাওলাদার স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার বৃহত্তর মহিপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী শ্রী অমূল্য চন্দ্র দাস। সবকিছু হারিয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছেন কখনো দু’মুঠো খেয়ে কখনো অর্দাহার অনাহারে দিন যাপন করছেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশ মাতৃকার আন্দোলনে ছিলেন সহযোগী মুক্তিযোদ্ধা।
যে মানুষটি সারা জীবন সবার জন্য অকাতরে দিয়ে যায়, তাকেই যখন জীবন সায়াহ্নে এসে নিজের প্রয়োজনের জন্য পরিবারের অন্য সদস্যদের দিকে হাত বাড়াতে হয়; তখন সে পরিস্থিতি প্রবীণদের মধ্যে হীনমন্যতার জন্ম দেয় বৈকি।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার লেখা ও জনপ্রিয় কন্ঠ শিল্পি মান্না দের কণ্ঠে গাওয়া গানটি অনেকের কণ্ঠে শোনা গেলেও আসলে বাস্তবে আমরা কে কতটা মানুষের জন্য মানব সেবায় কাজ করতে পেরেছি এমন প্রশ্ন থেকেই যায়।
শ্রদ্ধেয় শ্রী অমূল্য চন্দ্র দাস কাকার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি।
আসুন যার যার সামর্থ্য অনুযায়ী
জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করি।