শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসুটিয়া বাজারে বালু ভর্তি লরি রাস্তা ক্রস করার মুহূর্তে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনের ধাক্কায় আহত একজনের দুটি কেটে গিয়েছে। জানাযায়,গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে
আহত ব্যক্তি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মোঃ আবদুল খালেকের ছেলে মোঃ জাকারিয়া (৫০)।গুরুতর আহত মোঃ জাকারিয়ার ছেলে মোঃ নোমান জানান, তার দু,টি পায়েরএর মধ্যে ডান পায়ের অবস্থা আশংকা জনক ।
আহত রোগী ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সেলামতি আহমমদিঘা কওমী মাদরাসা চাকুরি করে ।সকালে বাড়ী থেকে কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনে রওনা হয় ।
গফরগাঁও রেলষ্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এ এস আই মোঃ আরিজ শিকদার জানান , গফরগাঁও রেলষ্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেন গফরগাঁও থেকে প্রায় ৪কিঃমিঃ দুরে গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া বাজার অরক্ষিত রেলক্রসিং ট্রেন ক্রস করার সময় বালুর লড়ির ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয় । এতে করে বালুর লড়ি চুরমার হয়ে যায় । বাসুটিয়া গ্রামের এলাকাবাসী জানান , এখানে ট্রেন আসার সিগনাল চালক দেখতে পায়নি ফলে দুঘর্টনাটি ঘটেছে ।