শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের প্রতিবাদ

উজ্জল হাওলাদার স্টাফ রিপোর্টার: বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে রাতের আধারে ধান কাটা শিরোনামে যে অভিযোগ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।ডালিম হাওলাদারসহ যাদেরকে আসামি করা হয়েছে সকলে নির্দোষ।ডালিম হাওলাদার দৈনিক দিনের সময়ের স্টাফ রিপোর্টারকে বলেন,রাজ্জাক হাং নসু হাং,পাশা হাং, বাবুল হাং, মিলন হাং, এরা দস্যু প্রকৃতির লোক। রাজ্জাক গংরা গায়ের জোরে এলাকায় মারামারি করে থাকে এমন তথ্য-প্রমাণ আছে।ডালিম হাওলাদার আর রাজ্জাক গংদের বাড়ি পাশাপাশি হওয়াতে ঈশ্বার্নিত হয়ে মিথ্যা অভিযোগ তুলে বিগত দিনে অনেক মামলা হামলা করেছে।আমতলী উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, ভদ্র ও জনপ্রিয় লোক, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে।

বিএনপি নেতা তুহিন মৃধা আর ডালিম হাওলাদার মামাতো ফুফাতো ভাই,রাজ্জাক গংরা, বর্ষায় জমি আবাদের সময় মারপিট করেছে। তখন আমতলী থানায় তুহিন মৃধা’র নেতৃত্বে মিমাংসা হয়,হয়তো রাজ্জাক গংরা খুশি হতে না পেরে আবারও হুর হাঙ্গামা শুরু করেছে।

ডালিম হাওলাদারের অভিযোগ রাজ্জাক গংরা তার পৈত্রিক সম্পত্তির ধান কেটে নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা এবং সংবাদ সম্মেলন করে। তিনি আরো বলেন্এই মিথ্যা মামলা প্রতাহারসহ সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট