রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত দিলেন-নুসরাত ফারিয়া

দৈনিক দিনের সময় বিনোদন ডেস্ক: বিয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে বিয়ের বিষয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্ট দিয়ে এই নায়িকা স্পষ্ট জানান দিয়েছেন বিয়ে নিয়ে চিন্তিত না এখন।

সেই ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

তিনি আরও বলেন, কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

এদিকে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যেখানে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন ফারিয়া।

তিনি বলেন, দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট