শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
আলম মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিুধি: ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় তারণ্যের উৎসব উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা আবুল মনসুর এর সভাপতিত্বে বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের মাঝে ফাইনাল খেলা হয়। এ খেলায় বালক গ্রুপে পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উক্ত গোল্ডকাপ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার এনামুলহক, আলমগীর হোসেন, উপজেলা ইনস্ট্রাক্টর ইউ আর সি আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংকের ম্যানেজার খোরশেদ আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাহজালাল টিপু, বাঞ্ছারামপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও সাবেক যুবদল আহ্বায়ক মজিবুর রহমান, যুবদল আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহসভাপতি ফয়সাল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত প্রমূখ। সঞ্চালনায় ছিলেন ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক।