রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :

নাটোরে ৬ মালবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ,নিহত-১,আহত-৬

নাটোর প্রতিনিধি: ঘন কুয়াশায় নাটোরে ৬ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অন্য ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে মুচড়ে পড়ে এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, বিপরীত দিকে থেকে আসা ছয় মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট