রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেশি শহিদ নেতাকর্মীরাই বিএনপির -শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক;ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের অবদানে অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপাসেনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ রূপনগর থানাধীন ৬, ৭, ৯২ নং ওয়ার্ড শ্রমিকদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, জনগণের এই বিজয় সেদিনই সার্থক হবে- যেদিন বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের মুখে হাসি ফুটবে। স্বাধীনতার পর গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, তা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যায়িত হয়েছে।

তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এই আন্দোলনে যারা জীবন ও রক্ত দিয়েছেন, তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর সংখ্যা ছিল বেশি। বিএনপির নেতাকর্মীরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ ও জীবন দান কখনও বৃথা যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা অধীর আগ্রহে বসে আছে। মানুষ ভোট দিতে চায়।

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হউক।

রূপনগর থানা শ্রমিকদলের আহ্বায়ক নূরুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আলম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক মুকলেছুর রহমান আবির, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, অলিউল হাসনাত তুহিন মাস্টার, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজি নূর সালাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট