শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।
এ প্রসঙ্গে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।