রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :

সাদপন্থি মুয়াজ বিন নূর তিনদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ইজতেমা মাঠে সাদ ও জুবায়ের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার সাদপন্থি মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট-২। রোববার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে যাওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (রোববার) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। পরে শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থিরা। এতে নিহত হন ৩ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট