শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় আগুন

মাহবুব আলম শ্রীপুর উপজেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। ওইসময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে থাকা বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বেলা ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণও হচ্ছিল।

তিনি বলেন, আমরা আসার আগে ২/৩ জন আহত হওয়ার খবর পাই। পরে কারখানার ভেতর একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ডাম্পিং করতে সময় লাগবে বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট