বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা হালতিবিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হালতি বিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের হালতি বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির মুখ মণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
নলডাঙ্গা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বা কারা তাকে আঘাত করে হত্যা করে ফেলে গেছে।