শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি করার প্রস্তুতিকালে ডাকাত দলকে অবরুদ্ধ করেছে স্থানীয় জনতা-পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুলকিয়ে মধ্যপাড়া এলাকায় রূপালী ব্যাংক জিনজিরা শাখায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা।  বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

ব্যাংক ম্যানেজার শেকর চন্দ্র জানান, ‘আমি বাহিরে ছিলাম, ব্যাংক থেকে ফোন পেয়ে এসে দেখি ব্যাংকের গেইটে স্থানীয়রা তালা মেরে ডাকাতদলকে আটক করে রেখেছে। ভিতরে গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাত সদস্যরা। ভিতরে ফোনে যোগাযোগ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে।

বাড়ির ম্যানেজার আব্দুল মাজেদ জানান, ‘ব্যাংকের সেকেন্ড ম্যানেজার মহাব্বতে হোসেন বাবু তাকে ফোন করে ডাকাতের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিতরে অস্ত্রসহ ৪ জন ডাকাত অবস্থান নিয়েছে। আপনারা গেইটে তালা মেরে নিরাপদ স্থানে চলে যান। যেকোনো সময় গুলি করতে পারে। ভিতরে গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে।’

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট