রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। যৌথবাহিনীর সমঝোতায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি। ডাকাত দলটির আটক হওয়া ৩ সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল, জানতে চাইলে এ র্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতরে ৩ জন ছিল। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি।
ব্যাংক ম্যানেজার শেকর চন্দ্র জানান, ‘আমি বাহিরে ছিলাম, ব্যাংক থেকে ফোন পেয়ে এসে দেখি ব্যাংকের গেইটে স্থানীয়রা তালা মেরে ডাকাতদলকে আটক করে রেখেছে। ভিতরে গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাত সদস্যরা। ভিতরে ফোনে যোগাযোগ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে।’
এর আগে, আজ (বৃহস্পতিবার) দুপুরে রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত দল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পায়। তখন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। অন্যদিকে ব্যাংকের মধ্যে থাকা কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে রাখেন ডাকাতরা। খবর পেয়ে যৌথবাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে।