বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
এর আগে, গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে কোস্টগার্ড পূর্ব জোন আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিয়ানমার থেকে অবৈধভাবে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট বাংলাদেশ সীমানায় ঢুকতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামতে সংকেত দিলেও সংকেত অমান্য করে তা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের দলটি সাবরাং সমুদ্র এলাকা থেকে বোটটি জব্দ করে। পরে বোটে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নিতে আটক সাতজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।