শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
বরিশার বিভাগীয় প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে গত মঙ্গলবার সকালে মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাধবপাশা হাইস্কুল ও কলেজ অডিটোরিয়ামে শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সৈয়দ আলতাফ হোসেনের সভাপতিত্বে হাফেয মাওলানা আবু ইউছুফের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেয রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আলী হোসেন, মাস্টার রফিকুল ইসলাম রানা। আরো উপস্থিত ছিলেন ডা. আবুল ফজল, মনির শিকদার, আবু তালেব, খলিলুর রহমান, মুকিত হোসেন প্রমুখ। উল্লেখ্য, মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে মাধবপাশা ইউনিয়নে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।