সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ফরিদপুরে বালু টেন্ডারকে কেন্দ্র করে হামলা,বিএনপির চার নেতাকর্মী আহত

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় নদী থেকে তোলা জব্দকৃত বালু টেন্ডারকে কেন্দ্র করে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। 

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। 

হামলার ঘটনায় আহতরা হলো, ঢাকা বাংলা কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেয়ান জমাদার (৩০), বিএনপির কর্মী কাওছার হোসেন (৪০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদ্দার (৫০)।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত মাসে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে প্রায় ৫ লক্ষ ঘণফুট বালু উত্তোলন করে আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম খাঁন রিপন ও বিএনপির নেতা রবিউল জমাদার। সে সময় উক্ত বালু তৎকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করেন। সেই জব্দকৃত বালু মঙ্গলবার সকালে টেন্ডারের নামে অনেকটা চুপিসারে উপজেলা প্রশাসন মাত্র ৩ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করেন। পরে টেন্ডার করতে আসা রিপন খাঁ সহ উপজেলার কিছু বিএনপির নেতা কর্মী উপস্থিত হন। এ সময়  আওয়ামী লীগ নেতা রিপন খাঁ ও তার লোকজন বিএনপির নেতাকর্মীদের আটকে রেখে মারধরের পর ভীতি দেখাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আড়িয়ালখাঁ নদীর পাড়ে জব্দকৃত ৩ লাখ ঘনফুট বালু কাওলিবেড়া ইউনিয়ন পরিষদ ভবনে বসে ৩ লাখ ৭ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়।  আমরা সরেজমিনে আড়িয়াল খাঁ নদীর পাড়ে জব্দকৃত বালু পরিদর্শনে যাই। সেখানে রিপন খাঁ ও তার লোকজন বিএনপির কয়েকজনকে আটকে রেখে মারধর করে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মামুন জানান, কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকার একটি টেন্ডার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয় জব্দকৃত বালু টেন্ডারের বিজয়ী ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল হাসান রনি বলেন, আমি টেন্ডারের বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেতা রিপন ক্ষিপ্ত হয়ে রিপন খাঁ ও তার লোকজন আমার নেতাকর্মীদের উপর হামলা ও গুলি করে। এ সময় চারটি মোটরসাইকেল, ৪টি মোবাইল ও কিছু টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমরা রাতে মামলা করবো। 

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট