শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
দৈনিক দিনের সময় বিনোদন ডেস্ক:বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি আছে। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিয়ত নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন এই অভিনেত্রী। তার সাহসী অবতার নেটিজেনদের হৃদয়ে ঝড় তুলছে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন এই নায়িকা।
তবে এই বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি মন্দিরা। চলতি বছর নায়িকা হিসেবে রুপালি পর্দায় অভিষেক হয়েছে মন্দিরার। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই আরিফিন শুভর বিপরীতে মন্দিরাকে নীলচক্র সিনেমায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।
২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে হয়েছিলেন রানার্সআপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন।