সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

দুদক এর নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক দিনের সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক সাংবাদিক দ্বীনমোহাম্মদ

 নিজস্ব প্রতিবেদক:দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দুজন কমিশনার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে গেজেট জারি হবে।

নতুন দুই কমিশনার হতে যাচ্ছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

সেই জন্য  দুদক এর নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক দিনের সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক,বাংলাদেশ প্রেস কাউন্সিলের পরিচালক,ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য,বাংলাদেশ রিপোটার্স ক্লাবের আজীবন সদস্য সাংবাদিক দ্বীনমোহাম্মদ

 জানাযায়,সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। 

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট