সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

আজ গফরগাঁও মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক:আজ গফরগাঁও মুক্ত দিবস।  ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে গফরগাঁও মুক্ত করেন।  জানা যায় ১৯৭১ সালের ২৩ মার্চ গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে স্বাধীন বাংলার পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। ১৯ এপ্রিল পর্যন্ত গফরগাঁও হানাদারমুক্ত ছিল। 

১৭ এপ্রিল থেকে হানাদার বাহিনী স্থল ও আকাশপথে আক্রমণ করে ১৯ এপ্রিল গফরগাঁও দখল করে নেয়।

এরপর অসংখ্যবার গফরগাঁওয়ের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয় এবং বেশির ভাগ যুদ্ধে বিজয় অর্জন করে।

সর্বশেষ যুদ্ধ হয় ৫ ডিসেম্বর, মশাখালী স্টেশনের দক্ষিণে শীলা নদের নিয়ন্ত্রণ নিয়ে। ৯ ডিসেম্বর ভোরের সোনালি সূর্যাদয়ের  সাথে সাথে মুক্তির উল্লাসে গফরগাঁওয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।   

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট