সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

মঞ্চে ওঠে যা ব্যাখ্যা দিলো পলকের শ্যালিকা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জনসভায়র মঞ্চে ওঠার ব্যাখ্যা দিয়েছেন পলকের চাচাতো শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি। গত শুক্রবার নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাতো শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টিকে। এ ধরনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।

ডা. দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজী। এ ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে জেলা বিএনপি।

রোববার (৯ ডিসেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন ডা. ফারজানা রহমান। কেন সেদিন মঞ্চে উঠেছিলেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফারজানা রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে তার বাসভবন থেকে দূরে চেম্বারে যাওয়ার সময় জনসভার কারণে রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় সিংড়া কোর্ট মাঠে পৌঁছালে এলাকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন। সেখানেও কিছু স্থানীয় লোকজন তাকে মঞ্চে নিয়ে বসতে দেন। তবে বিএনপির নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু হলে নেমে যান

তিনি বলেন, তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হলেও তার নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও তিনি আওয়ামী লীগের সময়ে দলীয় পদ-পদবি ধারণ করেননি এমনকি বর্তমানে বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের সাথেও যুক্ত নন।

ডা. ফারজানা রহমান জানান, একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তির অনুসারীরা কপি পেস্ট টাইপ স্ট্যাটাসে আমাকে যুব মহিলা লীগের সহ-সভাপতি উল্লেখ করে যে স্ট্যাটাস দেয় সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠন এর পদবিধারী নেত্রী তো দূরের কথা কোনো প্রাথমিক সদস্য পদেও ছিলাম না।

তিনি জানান, আর যে ছবিগুলো ছড়িয়ে আমাকে আওয়ামী লীগের নেত্রী বানানোর চেষ্টা চলছে সেগুলো হলো, ২০১৮ সালে পৌর কমিউনিটি সেন্টারে আনন্দ স্কুল প্রজেক্ট এর বাচ্চাদের শিক্ষা উপকরণ বিতরণের। আমি একজন দাতা হিসেবে সেখানে আমন্ত্রিত ছিলাম। ২০১৮ ইলেকশনের আগে সেখানে মন্ত্রী গিয়েছিল আনন্দ স্কুলের শিক্ষক এবং বাচ্চার অভিভাবকদের সাথে সাক্ষাৎ করতে। ২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসে বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে আমিসহ ৮ জন সফল নারীকে সম্মাননা দেয়া হয়। সেখানে দীপু মনি আমন্ত্রিত অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার দেয়। আরেক ছবিতে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এবং ইউ কে এইড ইউ এস এইড আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন পুরস্কার হস্তান্তর করেন। এটি সরকারি জয়ীতা পুরস্কার ছিল না। বর্তমানে তাকে নিয়ে সব ধরনের আলোচনা-সমালোচনায় তিনি বিব্রত বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট