বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে

দৈনিক দিনের সময় ডেস্ক রিপোর্টঃ সূচি অনুযাযী বিভিন্ন দেশে পরিদর্শনের পর এবার বাংলাদেশে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ ৯ ডিসেম্বর (সোমবার) দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌছায় সুদৃশ্য ট্রফিটি।

ট্রফির সফরের প্রথম দিনে আজ কোনো ব্যস্ততা নেই। ট্রফিকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু আগামীকাল মঙ্গলবার । এ দিন সকালে ট্রফিটি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে নিয়ে যাওয়া হবে।বিকেলে ট্রফির গন্তব্য কক্সবাজার। জনসাধারণ এই ট্রফিটি প্রথম দেখতে পারবে বুধবার। কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রদর্শনী হবে এটির। এ দিনই ট্রফি ফিরে আসবে ঢাকায়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রান ৮টা পর্যন্ত এই ট্রফির প্রদর্শনী করা হবে বসুন্ধরা সিটি শপিং মলে। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফি। এখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তাগণ ও সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত। পরে সেদিনই ঢাকা ছাড়বে ট্রফি।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট