রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শ্রীপুর উপজেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় তামান্না আক্তার (১৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মামুন মিয়ার বাড়ি থেকে তার মরদহটি উদ্ধার করা হয়।
নিহত তামান্না আক্তার সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের আখতার হোসেনের মেয়ে। তিনি বাবা-মার সঙ্গে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মো. মামুনের বাড়িতে থাকতেন।
স্থানীয়ারা জানান, রবিবার সকালের দিকে তামান্নার মা- বাবা দুজন কাজ করতে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তামান্নার মা বাড়িতে আসেন। এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে থাকা তার মেয়ে তামান্নাকে বারবার ডাকলেও কোন সাড়া পাননি। এরপর ঘরের এক ফাঁক দিয়ে স্থানীয় লোকজন দেখতে পান তামান্না ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁসিতে ঝুলে আছে। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তামান্নার নিথর মরদেহ নামানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তামান্নার মা আনোয়ারা বেগম বলেন, তার মেয়ে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু কেন আত্মহত্যা করেছেন তা তিনি বুঝতে পারছেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।