মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
লক্ষীপুর প্রতিনিধি :লক্ষীপুরের কমলনগরে বাসদের লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) বিকালে কমলনগর উপজেলা সদর হাজিরহাটে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন- দলটির কমলনগর উপজেলা আহবায়ক ইব্রাহীম খলিল, সদস্য সচিব কমরেড ফিরোজ আলম, শ্রমিক নেতা আবু তাহের ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ মোশারেফ। সভাটি সঞ্চালনা করেন,বাসদের জেলা কমিটির সদস্য এডভোকেট আবু ওবায়েদ দিদার।