সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

সন্ত্রাসের জননী শেখ হাসিনা-হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সন্ত্রাসের জননী শেখ হাসিনা ভারতে বসেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আমি বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের বলবো এই গণঅভ্যুত্থান অবশ্যই একটি সম্মানজনক বিষয়। এর ক্রেডিট আমরা সবাই যার যার জায়গা থেকে নিব। কিন্তু যে উদ্দেশ্যে এই গণঅভ্যুত্থান হয়েছিল আমরা যেন সেটা ভুলে না যাই। সবাই ক্রেডিট নিয়ে ব্যস্ত, কিন্তু যে উদ্দেশ্যে কোন অভ্যুত্থান হয়েছিল সে উদ্দেশ্যে বাস্তবায়নে আমরা কতটা এগোতে পেরেছি এটা নিয়ে কেউ ভাবছে না। 

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। 

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে সচেতন থাকতে হবে। যেকোনো মুহূর্তে ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। জাতীয় বেইমান নামক জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের ৫০ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা এই কথা বলার সাহস কীভাবে পায়। 

‘স্পষ্ট করে বলে দিতে চাই, ৫ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা প্রাসঙ্গিক নয়। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে তাদেরকে বলতে চাই আপনারা আমাদের রক্তের ওপর দিয়ে গিয়ে এই ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে হবে। আমরা যতদিন বেঁচে আছি এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ১ ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছাড় দেওয়া হবে না।’

এসময় সভায় আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।

এসময় সভায় লাকসাম ও মনোহরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট