শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহের শেরপুরের নালিতাবাড়ীতে দুটি ট্রাক বোঝাই ৭২১টি কম্বল ও ৩০৫ বস্তা জিরা জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান শেরপুর সেনা ক্যাম্প।
এর আগে,গত বুধবার (৪ ডিসেম্বর) রাতভর উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ান, ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদসহ ৪০ সদস্যের একটি টিম নিয়ে গেল ভোররাতে উপজেলার কাকরকান্দি গ্রামের রহুল আমীনের কলাবাগান ও তার গুদামে অভিযান চালায়। এসময় দুটি ট্রাক, ৭২১টি কম্বল ও ৩০৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করে সেনাবাহিনী। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা।
জব্দকৃত এসব মালামালের বাজারদর ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে মামলা নালিতাবাড়ী থানায় দায়ের করা হয়েছে।
এর আগে গতকাল (বুধবার) বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী ছোট গজনি এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ ও একজনকে আটক করে বিজিবি।