রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই মুজার মিয়ার মুদি দোকান

মুন্সীগঞ্জ প্রতানিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ গেট সংলগ্ন মুজার মিয়া মুদি দোকান দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই। 

বুধবার (৫ ডিসেম্বর) ভোর চারটায় পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জিন আগুনে পুড়ে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার যখন ব্রাস্ট হয়ে বিশাল শব্দ হয় তখন তিনি বের হয়ে দেখেন দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন পরে তিনি মুদি দোকানদারকে মোবাইল ফোনে বলেন তোমার দোকানে আগুন জ্বলছে দোকানদার দোকানে আসার আগেই সমস্ত কিছু পুড়ে ছাই।

দোকানদার বলেন আমার দোকানে একটি ফ্রিজ, প্রায় ১ লাখ টাকার মূল্যবান মালামালসহ নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই এবং তিনি ফেল ফেল করে কাদের বলেন আমার সব শেষ হয়ে গেছে আমি এই দোকান চালিয়ে আমার সংসার চালাইতাম আমি এখন পথে নেমে গেলাম আমার আর কিছু রইল না তিনি আরো বলেন আমার কোন শত্রু নাই এই কাজকে করেছে বুঝতে পারছি না প্রায় দোকানের মালামালসহ দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

পরে বিষয়টি তাৎক্ষণিক গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট