সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে দেশের চলমান ইস্যুতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার পর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টা এই সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে আগেই জানানো হয়েছে।
সংলাপে অংশ নিতে বেলা তিনটার কিছু সময় পর ফরেন সার্ভিস একাডেমিতে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধি দলে রয়েছেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল সাড়ে ৩টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এছাড়া ফরেন সার্ভিস একাডেমি প্রবেশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ আরও অনেক।