মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ফিইনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু

দৈনিক দিনের সময় আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ফিইনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়, বাকি তিনজনের মৃত্যু হয়েছে ভারতে। শনিবার ফেইনজাল বঙ্গোপসাগর থেকে ভারতের দক্ষিণাঞ্চলের পূর্ব উপকূল অতিক্রম করে স্থলে উঠে আসে।

রোববার ভারতের আবহাওয়া দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে একদিনে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। তুমুল বৃষ্টিতে তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন অংশ ডুবে গেছে। শনিবার নগরীটি থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল, কিন্তু রোববার ভোর থেকে চলাচল ফের শুরু হয়েছে বলে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানায়, ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে রাস্তাগুলো পানিতে ডুবে ছিল আর লোকজনকে উদ্ধার করতে নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পুদুচেরির কাছ দিয়ে অতিক্রম করে যাওয়ায় সেখানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে চেন্নাইয়ে বৃষ্টি অনেকটা কমে এসেছে।

এদিকে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাতে এক লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট