সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুইদিন অভিযান চালিয়ে ২ হাজার ৬৮৩ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩৪ টি গাড়ি ডাম্পিং ও ৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে শুক্রবার (২৯ নভেম্বর) পর্যন্ত দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ের অভিযান চালিয়ে ২ হাজার ৬৮৩টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ৩৪ টি গাড়ি ডাম্পিং ও ৯৩ টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা তিনি।
এর আগে, গত বুধবার (২৭ নভেম্বর) ডিএমপির সড়কগুলোতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৮৪৩ টি মামলা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৩৭ টি গাড়ি ডাম্পিং ও ৫৬ টি গাড়ি রেকার করা হয়েছে। এর আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ডিএমপির সড়কগুলোতে অভিযান চালিয়ে চালিয়ে ২ হাজার ৬৫ টি মামলা, ২৬ টি গাড়ি ডাম্পিং ও ৬৪ টি গাড়ি রেকার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।