বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

দৈনিক দিনের সময়ের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মাওলানা মুফতী এমদাদুল হক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক দিনের সময়ের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাওলানা মুফতী মোঃ এমদাদুল হক সাহেবকে।এই তথ্য প্রকাশ করেছেন দৈনিক দিনের সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এ, আর,এস,দ্বীন মোহাম্মদ। তিনি বলেন মাওলানা এমদাদুল হক আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং সত্য ও ন্যায়ের পক্ষে সব সময় তার কলম কাজ করবে।

বিস্তারিত আগামী প্রতিবেদনে,,,,,

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট