মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

শেখ হাসিনার তীব্র  সমালোচনা করেছেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ফেসবুকে দেয়া একটি পোস্টে এসব কথা লিখেছেন তাজউদ্দিন আহমেদের ছেলে।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, ‘কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল ক্যু এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা- আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে “Trump” কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা।’

এসময় পোস্টে তিনি শেখ হাসিনাকে চিনতে ও বুঝতে দুটি বই পড়ার অনুরোধ করেছেন। এগুলো মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা- আমার ফাঁসি চাই এবং অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে চিনি।

পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের সোহেল তাজের পেজ আনফলো করার অনুরোধ জানিয়ে তিনি লিখেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট-পঁচা, নীতি-আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যাকারী, গুম, নির্যাতনকারী ও তাদের সমর্থক- সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেকবোধ জাগিয়ে আত্মউপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করার।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট