বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

এবার অগ্নিপরীক্ষার সমম্মখীন -দিঘী

বিনোদন ডেস্ক: ছোটবেলায় শিশুশিল্পী হিসাবে প্রার্থনা ফারদিন দীঘির ছিল সুসময়। তবে নায়িকা হিসাবে দীঘি যেন খুব একটা সুবিধা করতে পারছেন না।

প্রথম সিনেমা ‘তুমি আছ তুমি নেই’ দিয়ে নায়িকা হয়ে বড় পর্দায় আসেন। শুরুতেই হোঁচট খান। এরপর আর দাঁড়াতেই পারলেন না। যেকটি সিনেমা করেছেন সবই দর্শক টানতে ব্যর্থ হয়েছে।

সবশেষ ৮ নভেম্বর মুক্তি পায় দীঘি অভিনীত ‘৩৬-২৪-৩৬’ নামে একটি সিনেমা। এটি ছিল দীঘির জন্য এক ধরনের অগ্নিপরীক্ষা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া সিনেমাটি সেভাবে আশানুরূপ ফল নিয়ে আসতে পারেনি।

অবশেষে এখন ওটিটিই দীঘির শেষ ভরসা। অবশ্য এ সিনেমাটি ওয়েব কনটেন্ট হিসাবে ওটিটির জন্যই নির্মাণ করা হয়েছিল। পরে সংশ্লিষ্টরা সেটিকে বড় পর্দার সিনেমা দাবি করে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়। তবে তাদের এ দাবি যে মিথ্যা ছিল, তা দর্শক প্রত্যাখ্যানে প্রমাণিত হলো। এখন দুই সপ্তাহের ব্যবধানে সিনেমাটি ওটিটিতেই মুক্তি দিচ্ছেন সংশ্লিষ্টরা। আগামীকাল থেকে এটি অনলাইনে দেখা যাবে।

রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট