বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

থানায় মামলা না নিলে ১ মিনিটে কর্মকর্তাকে বরখাস্ত করার নিদের্শ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করে দেয়া হবে।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার (২৪ নভেম্বর) ও এর আগে একদিন মারধর করা হয়েছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটেই বরখাস্ত করা হবে।

এ সময় চাঁদাবাজির বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি চলবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশাচালকরা থানার ওসিদের নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট