শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের “পল্লী মঙ্গল কর্মসূচী” (পিএমকে) গফরগাঁওয়ের ,পাগলা থানাধীন কান্দিপাড়া শাখার উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচী’র আওতায় দিন ব্যাপি প্রায় কয়েক হাজার হতদরিদ্র, স্থানীয় জনসাধারনদের মাঝে চোখ ও স্বাস্থ্য সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠানটির কান্দিপাড়া কাঁচা বাজার সংলগ্ন (পিএমকে) নিজস্ব ভবন কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে এই সংস্থাটিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীরা স্থানীআব্দুর য় সর্বমহলে অনেক সুনাম কুড়িয়েছেন।
কান্দিপাড়া বাজারের এক ব্যবসায়ী দৈনিক দিনের সময়কে বলেন , পল্লী মঙ্গল কর্মসূচী হলো গরীবের ব্যাংক ,এখান থেকে ক্ষদ্র্র্ ঋণ নিয়ে অনেক মানুষ এখন আলোর মুখ দেখেছেন । এখন থেকে এই প্রতিষ্ঠানটি অসহায় ,হতদরিদ্র -গরীব মানুষদের স্বাস্থ্য সেবাও দিয়ে যাচ্ছে । আমরা সবাই প্রতিষ্ঠানটির জন্য দোয়া করি।
এই কর্মসূচীর মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার রাম চন্দ্র সাহা , প্রোগ্রাম ইনচার্জ প্রধাণ শাখা (স্বাস্থ্য) ডাঃ খায়রুল বাশার, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রাজ্জাক ,উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও সমাজ সেবক সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশ: সাংবাদিক এ.আর.এস দ্বীন মোহাম্মদ