রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন ১০নং উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও কাকইতলা বাজারে ফিলিস্তিনের মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ ২৪ অক্টোম্বর বাদ আসর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ মিছিলে পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করে । মিছিলটি কাকইতলা বাজার হতে বাঘেরগাঁও ঈদগাহ মাঠ প্রদক্ষিণ করে পরে কাকইতলা বাজারে এসে শেষ হয় । সকলের মুখে শুধু একটাই শ্লোগাণ ফিলিস্তিন মুসলমানদের অত্যাচার বন্ধ করা ।এবং শান্তি প্রতিষ্ঠা করা ।
প্রধাণ সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এ..এস .আর দ্বীন মোহাম্মদ