রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ জুন, ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাব কর্তৃক “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ব্যবস্থাপনা, স্মার্ট সাংবাদিকতা” শীর্ষক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। এছাড়াও, স্বনামখ্যাত সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট সাংবাদিকতার গুরুত্ব ও এ সম্পর্কিত বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপর আলোকপাত করেন।