বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র একই রকম একটি প্রশ্নপত্র,জনমনে বিতর্ক

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি: চলমান এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্রে একই রকম একটি প্রশ্ন থাকায় বিতর্ক তৈরি হয়েছে।

গত বুধবার ইংরেজি প্রথম পত্র ও রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। উভয় পরীক্ষায় ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ’ শিরোনামে একটি প্যারাগ্রাফ লিখতে দেয়া হয়।

গত বুধবার ইংরেজি প্রথম পত্র ও রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। উভয় পরীক্ষায় ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ’ শিরোনামে একটি প্যারাগ্রাফ লিখতে দেয়া হয়।

প্রথম পত্রের ১৪ নম্বরের ওই প্রশ্নের উত্তর লিখতে ৭টি নির্দিষ্ট প্রশ্ন জুড়ে দেয়া হয়। আর দ্বিতীয় পত্রের একই প্যারাগ্রাফের নম্বর ছিল ১৫ এবং এর সঙ্গে আলাদা কোনো প্রশ্ন জুড়ে দেয়া হয়নি।

বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করছেন এবং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিক্ষাবিদরাও বিষয়টিকে ‘দায়িত্বহীনতা’ বলে উল্লেখ করেছেন এবং এর তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম বলেন, ‘এটি একটি গুরুতর ভুল। এটিকে হালকাভাবে নেয়া উচিত নয়, কারণ শিক্ষার্থীরা এটা দেখে হতাশায় পড়তে পারে।’

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এই প্রশ্ন আমাদের বোর্ডের কারও করা নয়। কে কোন বোর্ডের প্রশ্ন করবে তা পরীক্ষার আগে আন্তঃবোর্ড সভায় লটারির মাধ্যমে বেছে নেয়া হয়েছিল।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘দুটো প্রশ্নপত্র আলাদা আলাদা বোর্ড থেকে এসেছে। পরীক্ষার হলে বিতরণের আগে তা দেখার উপায় ছিল না। প্রশ্নপত্রের মূলকপি ট্রেজারি সংরক্ষিত আছে। পরীক্ষা শেষে জানা যাবে এটি কোন কোন বোর্ডের করা প্রশ্ন ছিল।’

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট