বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক বিক্রেতাদের মধ্যে ফের সংঘর্ষ ঘটেছে৷
রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে। পরে সোমবার সেখানে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় ধারাল অস্ত্রসহ ১৩ জনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
সোমবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, গতরাতে চনপাড়ায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে মাদক ব্যবসায়ীরা। খবর পেয়ে রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সকালে চনপাড়ায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সেখানকার বেশ কয়েকটি চিহ্নিত মাদক স্পট গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেইসঙ্গে ১৩ জনকে মাদক ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে৷