বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর থানাধীন জরুন এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় গ্যাসলাইনের কম্প্রেসরকক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন দগ্ধ হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মণ্ডল গ্রুপের কটন ক্লাব অ্যান্ড কটন ক্লথ বিডি লিমিটেড নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দগ্ধ হওয়া ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কোনাবাড়ি এলাকায় স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে আরও ১০ জনকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বাহিনী সূত্র জানা গেছে, মে দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় কিছুসংখ্যক শ্রমিক কারখানার কম্প্রেসরকক্ষে কাজ করছিলেন। একই সঙ্গে কম্প্রেসরকক্ষের নতুন দেয়াল নির্মাণের জন্য নির্মাণশ্রমিকরাও কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানা শ্রমিক, নির্মাণশ্রমিক, নিরাপত্তাকর্মীসহ ২২ জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ও কাশিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ও দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে কতজন আহত হয়েছেন, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দগ্ধ ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইলেকট্রিশিয়ান, দৈনিক মজুরিভিত্তিক নির্মাণশ্রমিক ও নিরাপত্তাকর্মীরা আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সবাই শঙ্কামুক্ত।