বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

গফরগাঁওয়ের কান্দিপাড়া কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

প্রধান সম্পাদক ও প্রকাশক:সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ : এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে ৪টি জেলায় ১ হাজার ২৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ২৩ হাজার ২৫৯জন পরীক্ষার্থী ২৭৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরে ৪টি জেলার মোট ১ লাখ ২৩ হাজার ২৫৯ পরীক্ষার্থীর মধ্যে রয়েছে ৬২ হাজার ৩৬৭ জন ছাত্র এবং ৬০ হাজার ৮৯২ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৯১৯ জন, মানবিক বিভাগে ১ লাখ ৮ হাজার ৮৮৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

জেলাওয়ারি ময়মনসিংহ ৬০টি কেন্দ্রে ৫৭ হাজার ৪৩৯ জন, জামালপুরে ৫২টি কেন্দ্রে ২৮ হাজার ৫৮২ জন, নেত্রকোণায় ২৫টি কেন্দ্রে ২৩ হাজার ৫৭০ জন ও শেরপুরে ১৩টি কেন্দ্রে ১৩ হাজার ৬৬৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১০ হাজার ৮৬৫ জন এবং অনিয়মিত ১২ হাজার ৩৫৫ জন এবং জিপিএ উন্নয়নে ৩৯ জন রয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে । সরজমিনে গিয়ে প্রমাণ মিলে কান্দিপাড়া কেন্দ্রের পরিবেশ খুবই শান্তিপূর্ণ।

বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল দৈনিক দিনের সময়কে বলেন, বলেন, ‘এরই মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতিও সম্পন্ন করেছে কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।’

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট