রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সামিউল ইসলাম: ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় আহাম্মেদ সাগরের নেতৃত্বে গত শুক্রবার (২৮ এপ্রিল/২০২৩) উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৬জন বর্গাচাষী কৃষকের জমিনের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় আহাম্মেদ সাগর জানায়, ইউনিয়নের বাংলাবাজার গ্রামের মো. মকবুল হোসেনের ৩০শতাংশ, একই গ্রামের লোকমান হোসেন মিয়ার ২৩শতাংশ ও আছির উদ্দিনের ৩৫শতাংশ, তারা মিয়ার ১৫শতাংশ, আব্দুল খালেকের ১০শতাংশ ও আব্দুল রহিমের ২০শতাংশ জমির ধান কেটে দেয়া হয়েছে। এ কর্মসূচী অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, পাকা ধান ক্ষেত থেকে কেটে, কৃষকের বাড়িতের মাড়াই করে, উড়িয়ে-শুকিয়ে একেবারের কৃষকের গোলায় ধান দিয়ে আসছি।
ধান কাটা কর্মসূচীতে অংশ নেন বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় আহাম্মেদ সাগর, ছাত্রলীগ নেতা মো. মিলন মিয়া, মিজান মিয়া, রবি মিয়া, রিফাত খান বাবু, কামরুল ইসলাম খান পাঠান, জয়ন খান পাঠান, জসিম উদ্দিন আহমেদ, রনি খান পাঠান, আরিফ মিয়া, রাসেল খান পাঠান, সজিব আহমেদ, হৃদয় মিয়া, বিল্লাল হোসেন, রাব্বি খান পাঠান, তানজিল হোসেন, মারুফ মিয়া প্রমুখ।