সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার দক্ষিণ লামকাইনের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে মালিকানার বুঝিয়ে দিলেন গফরগাঁও উপজেলা প্রশাসন।
১৪ই মার্চ সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভ‚মি)কাবেরী রায় ময়মনসিংহ জেলা প্রশাসকের এডিএম কোর্টের রায়ে বীর মুক্তিযোদ্ধার জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে মালিকানা বুঝিয়ে দেয়।
জানাযায়,উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিন লামকাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ৯ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে একই এলাকার একলাছ গং।তারা ওই জমিতে একটি টিনসেট ঘর নির্মান করে ।এরপর মুক্তিযোদ্ধা তার জমির মালিকানা ফিরে পেতে ২০০৪ সালে আদালতে মামলা করেন ।অবশেষে দীর্ঘ ১৮ বছর পর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের পক্ষে আদালত থেকে রায় আসে। আজ আদালতের রায় বাস্তবায়নে মুক্তিযোদ্ধার পৈত্রিক সম্পত্তি ফিরে পায়।
সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, আদালতের নির্দেশে বীর মুক্তিযোদ্ধার জমির মালিকানা বুঝিয়ে দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়। অবশেষে উচ্ছেদ অভিযানের পর জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.অার.এস.দ্বীনমোহাম্মদ