বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

বাড়ছে না ভোজ্য তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের চাহিদামতে ভোজ্য তেলে লিটার প্রতি ৮ থেকে ১০টাকা বর্ধিত দাম কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য)।

বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বর্তমানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। এই তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়াতে প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তাই হলে খুচরা বাজারে লিটার প্রতি মূল্য দাঁড়াতো ১৬৮ টাকা। মিল গেট মূল্য হতো ১৫৮ টাকা, আর পরিবেশক মূল্য দাঁড়াতো ১৬২ টাকা।

সেই সঙ্গে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি ৯ টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তা কার্যকর হলে বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য হতো ১৪৫ টাকা। যার মিল গেট মূল্য দাঁড়াতো ১৪২ টাকা, পরিবেশক মূল্য ১৪৩ টাকা।

আর পাম অয়েলের খুচরা মূল্য হতো লিটার প্রতি ১২৯ টাকা। মিল গেটে মূল্য দাঁড়াতো ১২৬ টাকা, পরিবেশক পর্যায়ে ১২৭ টাকা।

প্রধানসম্পাদকওপ্রকাশক: সাংবাদিকএ. আরএস.দ্বীনমোহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট