সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ১০নং উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও কাকইতলা বাজারে নবদিগন্ত যুব সংঘের উদ্যোগে গরীব-অসহায়,হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।এ সময় উপস্থিত ছিলেন ,নবদিগন্ত যুব সংঘের সভাপতি,সদস্যবৃন্দ ,প্রবীণ নেতা মো: শেখ শহিদুল ইসলাম , নাদিরুজ্জামান ,১০নং উস্থি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দু্ইবারের সফল মেম্বার মো: লিটন মিয়া সহ অনেকেই ।উপস্থিত সকলের প্রত্যাশা সবাই মিলে সহযোগিতা করলে এগিয়ে যাবে দেশ,লাঘব হবে দারিদ্রতা এবং সকলে মানবকল্যানেন নিজেকে নিয়োজিত রাখবে ।এতে সমাজের উন্নয়ন হবে ।
প্রধানসম্পাদকওপ্রকাশক: সাংবাদিকএ. আরএস.দ্বীনমোহাম্মদ