বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ১০নং উস্থি ইউনিয়নের ৭নংওয়ার্ডের মেম্বার হিসাবে নির্বাচিত হলেন আব্দুস সাত্তার শেখ ।যিনি মোরগ প্রতীক পেয়েছিলেন।এলাকার লোকজনের সাথে কথা হলে তারা বলেন,সাত্তার সাহেব একজন জনদরদী নেত্রী।গরীব,দু:খী কোনো মানুষই সাহায্য চেয়ে তার কাছ থেকে খালি হাতে যায়না।জানাযায় ,সাত্তার শেখ প্রথম বারেই মেম্বার হয়েছেন এবং এলাকার অনেক উন্নয়ন করবেন।
প্রধানসম্পাদকওপ্রকাশক:সাংবাদিকএ.আর.এস.দ্বীনমোহাম্মদ