বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

২য় বারের মত জনগণের ভালােবাসায় সিক্ত হলেন দিলারা বেগম শিখা

নিজস্ব প্রতিবেদক: ১০নং উস্থি ইউনিয়নের৭,৮, ৯নংওয়ার্ডের মহিলা মেম্বার হিসাবে আবারো ২য় বারের নির্বাচিত হলেন দিলারা বেগম শিখা।যিনি বই প্রতীক পেয়েছিলেন।এলাকার লোকজনের সাথে কথা হলে তারা বলেন,শিখা একজন জনদরদী নেত্রী।গরীব,দু:খী কোনো মানুষই সাহায্য চেয়ে তার কাছ থেকে খালি হাতে যায়না।জানাযায় ,শিখা প্রথম বারেই মেম্বার হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তিনি ২য় বারের মত মেম্বার হয়ে জণগনের পাশে দাঁড়াতে পাড়বেন এবং তার অসমাপ্ত কাজ ভালোভাবে সমাপ্ত করতে পারবেন ।

প্রধানসম্পাদকওপ্রকাশক:সাংবাদিকএ.আর.এস.দ্বীনমোহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট