বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

লিটন মেম্বার ২য় বারের মত মেম্বার নির্বাচিত হওয়ায় জনমনে স্বস্থি

নিজস্ব প্রতিবেদক: ১০নং উস্থি ইউনিয়নের ৯নংওয়ার্ডের মেম্বার হিসাবে আবারো ২য় বারের মত মেম্বার নির্বাচিত হলেন লিটন সাহেব ।যিনি ফুটবল প্রতীক পেয়েছিলেন।এলাকার লোকজনের সাথে কথা হলে তারা বলেন,লিটনএকজন মানবপ্রেমী লোক।গরীব,দু:খী কোনো মানুষই সাহায্য চেয়ে তার কাছ থেকে খালি হাতে যায়না।জানাযায় ,মো:লিটন মেম্বার প্রথম বারেই মেম্বার হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তিনি ২য় বারের মত মেম্বার জণগনের পাশে দাঁড়াতে পাড়বেন এবং তার অসমাপ্ত কাজ ভালোভাবে সমাপ্ত করতে পারবেন ।

প্রধানসম্পাদকওপ্রকাশক:সাংবাদিকএ.আর.এস.দ্বীনমোহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট