শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক:৫ম ধাপে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ১২ জন চেয়ারম্যান।
তাদের মধ্যে বারবাড়ীয়া ইউনিয়নের আবুল কাসেম, চরআলগী ইউনিয়নের মাসুদুজ্জামান মাসুদ,সালটিয়া ইউনিয়নেরনাজমূল হক ঢালী, যশোরা ইউনিয়নের তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নের সাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নের শামছুল আলম খোকন,পাঁচবাগ ইউনিয়নের মাহাবুব আলম, উস্থি ইউনিয়নের নজরুল ইসলাম তোতা,
লংগাইর ইউনিয়নের আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, দত্তেরবাজার ইউনিয়নের রোকসানা বেগম,নিগুয়ারী ইউনিয়নের তাজুল ইসলাম মৃধা ও পাইথল ইউনিয়নের আক্তারুজ্জামান সহ নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর মাঠ পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা প্রকাশ করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এ ধাপের নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চেয়ারম্যান পদে তিন ইউনিয়ন এর মধ্যে ১নংরসুলপুর ইউনিয়েনের আলহাজ্ব সাইফুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে তাকে সহ মোট পাঁচ জনের সাথে লড়বেন,
৭নং মশাখালী ইউনিয়নের মোস্তফা কামাল মনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন একজনের সাথে ও টাঙ্গাব ইউনিয়ন এর মোফাজ্জল হোসেন সাগর নৌকা প্রতীক নিয়ে তাকে নিয়ে তিন জনের সাথে লড়বেন বলে জানাযায়।
সূত্র মতে, ১৫ইউনিয়নে মোট মেম্বার পদে লড়ছেন ৪৭৩ জন ও সংরক্ষিত আসনে ১৬৩ -জন।এর মধ্যে মেম্বার পদে ৮জন এবং সংরক্ষিত আসনে ১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন বলে গফরগাঁও উপজেলার নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূইয়া জানান।সরজমিনে গিয়ে প্রমাণ মিলে ১০নং উস্থি ইউনিয়নের ৯নংওয়ার্ডের মেম্বার হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে মো: লিটন মিয়া এগিয়ে রয়েছেন।যিনি ফুটবল প্রতীক পেয়েছন।এলাকার লোকজনের সাথে কথা হলে তারা বলেন,লিটনএকজন মানবপ্রেমী লোক।গরীব,দু:খী কোনো মানুষই সাহায্য চেয়ে তার কাছ থেকে খালি হাতে যায়না।জানাযায় ,মো:লিটন মেম্বার প্রথম বারেই মেম্বার হয়ে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তিনি ২য় বারের মত অাবারো মেম্বার হলে জণগনের পাশে দাঁড়াতে পাড়বেন এবং তার অসমাপ্ত কাজ ভালোভাবে সমাপ্ত করতে পারবেন ।প্রধানসম্পাদকওপ্রকাশক:সাংবাদিকএ.আর.এস.দ্বীনমোহাম্মদ